School Uniform

Kids Uniform

Boys Uniform

  • Navy Blue রঙের হাফ অথবা ফুল শার্ট (স্কুলের মনোগ্রাম যুক্ত) কমপক্ষে ২টি।
  • কালো রং এর হাফ/ফুল প্যান্ট ২টি (প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত হাফ প্যান্ট গ্রহনযোগ্য)
  • কালো রং-এর ফুল প্যান্ট (২টি) (চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত)
  • পায়ে সাদা কেডস ও সাদা মোজা (অন্যকোন রঙের কোন প্রকার দাগ, চিহ্ন বা মনোগ্রাম থাকা চলবে না) কমপক্ষে দুই জোড়া।
  • শীতকালে Navy Blue রঙের হাফ বা ফুল সোয়েটার।।
  • বৃষ্টির দিনে রেইনকোট গ্রহনযোগ্য।
  • মাথার চুল কেটে ছোট ও পরিপাটি করে কাটতে হবে। চুলে কোন প্রকার রং বা নক্শা করা চলবে না। ছেলেদের শুধুমাত্র আর্মিকাটিং চুল থাকতে হবে।
  • চুলে কোন প্রকার জেল বা ক্রীম লাগানো যাবে না।
  • জিন্স প্যান্ট, শার্টে ২ পকেট এবং পকেটে কভার গ্রহনযোগ্য হবে না।
  • প্যান্ট অবশ্যই নাভি বরাবর পরিধান করতে হবে। সাথে বেল্ট পড়লে তা হবে মার্জিত। বেল্টে বকলেস কোন অবস্থাতেই বড় বা কোন নকশা করা হবে না।
Adult Uniform
Kids Uniform

Girl's Uniform

প্লে থেকে চতুর্থ শ্রেণি
  • পিছনে ক্রস বেল্ট সহ Navy Blue স্কার্ট।
  • কলার সহ ভিতরে সাদা হাফ হাতা টপস।
  • স্কার্ট এর সম্মুখে স্কুল মনোগ্রাম লাগানো থাকবে।
৫ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত
  • কলার সহ কামিজ। কামিজের কাঁধে ও কোমরে লুপ থাকবে। কামিজ লম্বায় হাটু পর্যন্ত এবং শরীর থেকে কমপক্ষে চার ইঞ্চি ঢিলা হতে হবে।
  • সাদা সালোয়ার, ওড়না ও বেল্ট। বেল্ট নাভি বরাবর পড়তে হবে।
  • বেল্টের নীচে ডান পাশে কামিজে স্কুল মনোগ্রাম সম্বলিত পকেট থাকবে।
  • শর্ট বা ছোট ঝুলের কোন কামিজ গ্রহনযোগ্য নয়।
  • পায়ে সাদা কেডস ও মোজা (অন্যকোন রঙের বা কোন দাগ, চিহ্ন, বা মনোগ্রাম থাকা চলবে না) কমপক্ষে ২ জোড়া।
  • শীতকালে Navy Blue রঙের সোয়েটার/কার্ডিগান থাকবে।
  • বৃষ্টির দিনে রেইনকোট গ্রহনযোগ্য।
  • চুলে দুই ঝুটি অথবা দুই বেণী করে সাদা ফিতা ব্যবহার করতে হবে।
  • চুলে কোন প্রকার কালার বা রং বা জেল বা ক্রীম ব্যবহার করা যাবে না।
  • কোন প্রকার অলংকার স্কুলে পরিধান করা যাবে না। করতে দেয়া হবে না। প্রতিদিন এ নিয়ম ভঙ্গ করলে প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা হারাবে।
Adult Uniform