Residential Rules & Regulation

“টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ”-এর প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যত নেতৃত্ব সৃষ্টি করা। আর নেতৃত্ব সৃষ্টির প্রধান শর্ত হচ্ছে শৃঙ্খলা।

আবাসিকে শিক্ষার্থীর যোগদানের নিয়ম ও নির্দেশাবলি :

  1. কোনো আবাসিক শিক্ষার্থী নির্ধারিত হোস্টেলে প্রবেশের সময় মূল্যবান দ্রবাদি যেমন- মোবাইল, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার, সোনার চেইন বা আংটি, দাবি ঘড়ি, রেডিও, টিভি সহ অন্যান্য দ্রবাদি কোনো অবস্থায় সাথে আনতে পারবে না।
  2. প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত পোশাক ব্যাতিত অন্য কোনো পোশাক ব্যবহার করা যাবে না। সুতি অথবা টেট্রনের পোশাক পরিধান করতে হবে। সিল্ক সহ অন্যান্য দামি পোশাক পড়া যাবে না। সর্বদা নিচু হিলওয়ালা জুতো ব্যবহার করতে হবে। মাধ্যমিকের শিক্ষার্থীদের হাফ-প্যান্ট পড়া থেকে বিরত থাকতে হবে।
  3. বাসা থেকে হোস্টেলে আসার পূর্বেই ছাত্রদের মাথার চুল ছোঁট করে ছেটে আসতে হবে।
  4. প্রতিমাসে সর্বোচ্চ একবার ছুটি গ্রহণ করা যাবে। তবে পরীক্ষা চলাকালিন সময়ে কোনো অবস্থায় ছুটি গ্রহণ করা যাবে না।
  5. ছুটি শেষ হবার পূর্বেই বাসা থেকে হাউজে ফিরে আসতে হবে। গুরুতর অসুস্থ না হলে কোনো কারণেই স্বগৃহে অবস্থান করতে পারবে না। তবে গুরুতর অসুস্থের ক্ষেত্রে ডাক্তারি সনদপত্র/পরামর্শপত্র প্রধানশিক্ষক/অধ্যক্ষ বরাবর দাখিল করে ছুটি অনুমোদন করিয়ে নিতে হবে।
  6. হোস্টেলে অবস্থানকালে হোস্টেলের কোনো সম্পদ বিনষ্ট করা বা করায় প্ররোচনা প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এ ধরণের কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক জরিমানা প্রদান সহ হোস্টেল থেকে বহিস্কার করা হবে। অপরাধ গুরুতর হলে প্রতিষ্ঠান থেকেও স্থায়ীভাবে বহিস্কার করা হতে পারে।
  7. পরীক্ষা চলাকালিন সময়ে কোনো অবস্থায় হোস্টেলের বাহিরে অবস্থান করা যাবে না অথবা ছুটির জন্য আবেদন করা যাবে না।
  8. একাডেমিক শ্রেণির কার্যক্রম সম্পন্ন হওয়ার সাথে সাথে হোস্টেলের নিজ ফ্লোরে চলে যেতে হবে। ক্লাশ ব্যাতিত কোনো অবস্থায় একাডেমিক ভবনে অবস্থান করা যাবে না।
  9. আবাসিকে অধ্যয়নকালে কোনো ক্রমেই হইচই করা বা বিশৃঙ্খলা ঘটানো থেকে বিরত থাকতে হবে।
  10. নির্ধারিত সময়ে ডাইনিং এ খাবার গ্রহণের জন্য উপস্থিত হতে হবে। লাইনে দাড়িয়ে খাবার গ্রহণ করে নির্ধারিত আসনে বসে খাবার গ্রহণ করতে হবে। খাবার গ্রহণ শেষে খাবারের পাত্রটি টেবিলে রেখে দিতে হবে। কোনো অবস্থায় এর বত্যয় ঘটানো যাবে না।
  11. সবার সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। অনুজদের সাথে অবশ্যই সৌহার্দ্য বজায় রাখতে হবে। অগ্রজদের অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। কোনো ধরণের মারামারি বা অপ্রতিকর ঘটনা ঘটানো থেকে বিরত থাকতে হবে।
  12. প্রতিষ্ঠানের কোনো শিক্ষক বা স্টাফদের সাথে কোনো ধরণের দূরব্যবহার বা অশালিন খারাপ করা যাবে না।
  13. ধর্মীয় অনুশাসন যথাযথ মেনে চলতে হবে। যার যার ধর্ম সঠিকভাবে পালন করতে হবে।
  14. “টাঙ্গাইল রেসিডেনসিয়ার স্কুল এন্ড কলেজ”-একটি ধুমপানমুক্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী ধুমপান সহ অন্যকোনো মাদকদ্রব্য গ্রহণ বা বহন করলে তাকে তাৎক্ষণিক বহিস্কারসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  15. কোনো শিক্ষার্থী হোস্টেল ত্যাগ করতে চাইলে কমপক্ষে ২(দুই) মাস পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদনপত্রে অবশ্যই অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে। তাৎক্ষণিক হোস্টেল ত্যাগ করতে হলে অতিরিক্ত ২(দুই)মাসের হোস্টেল চার্জ পরিশোধ করা সাপেক্ষে হোস্টেল ত্যাগ করতে হবে।
  16. প্রত্যেক শুক্রবার আবাসিক শিক্ষার্থীদের “অভিভাবক দিবস”। শুধুমাত্র শুক্রবার সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকেল ৫:০০ ঘটিকা পর্যন্ত অভিভাবকগণ আবাসিক শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়া অন্য কোনো দিনে শিক্ষার্থীর সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ নেই।
  17. নির্ধারিত অভিভাবক ব্যতিত কোনো ব্যক্তি কোনো অবস্থায় শিক্ষার্থীর সাথে কোনো ধরণের যোগাযোগ করতে পারবে না।
  18. কোনো অভিভাবক কোনো অবস্থায় হোস্টেলে প্রবেশ করতে পারবেন না। শিক্ষার্থীর সাথে সাক্ষাৎ করার জন্য নির্ধারিত ওয়েটিং রুমে অবস্থান করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীকে ওয়েটিং রুমে নিয়ে এসে অভিভাবকের সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন।
  19. আবাসিকের সকল নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে হবে।
  20. কোনো শিক্ষার্থী শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত হলে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানে বিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে অভিভাবক বা শিক্ষার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য নয়।

আবাসিকের ছেলে শিক্ষার্থীদের পোশাকের তালিকা

  1. স্কুল ইউনিফর্ম-২ সেট।
  2. টাই ও ব্যাচ (প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে)।
  3. শার্ট বা গেঞ্জি- ৬টি (স্কুল ড্রেস ব্যতিত)।
  4. ফুল প্যান্ট- ৪টি (স্কুল ড্রেস ব্যতিত)।
  5. স্লিপিং স্যুট-(মার্জিত রঙ্গের)- ২ সেট।
  6. সাদা স্যান্ডো গেঞ্জি-৬টি।
  7. রুমাল- ২টি।
  8. মুখ মোছার তোয়ালে-২টি।
  1. সাদা/কালো জুতো-২ জোড়া।।
  2. সাদা/কালো মোজা-৩ জোড়া।।
  3. সাদা পায়জামা (মুসলিম শিক্ষার্থীদের জন্য)-২টি।
  4. মার্জিত রঙের পাঞ্জাবি (মুসলিম শিক্ষার্থীদের জন্য)-২টি।
  5. সাদা রঙের টুপি (মুসলিম শিক্ষার্থীদের জন্য)-২টি।
  6. চামড়ার স্যান্ডেল-১ জোড়া।
  7. স্পঞ্জের স্যান্ডেল-১ জোড়া।
  8. কালো রঙের বেল্ট-২টি।


আবাসিকের মেয়ে শিক্ষার্থীদের পোশাকের তালিকা

  1. স্কুল ইউনিফর্ম-২ সেট।
  2. টাই ও ব্যাচ (প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে)।
  3. সেলোয়ার কামিজ (সুতি ওড়না সহ)- ৬ সেট।
  4. রুমাল- ২টি।
  5. তোয়ালে-২টি।
  1. সাদা/কালো জুতো-২ জোড়া।
  2. সাদা/কালো মোজা-৩ জোড়া।
  3. চামড়ার স্যান্ডেল-১ জোড়া।
  4. স্পঞ্জের স্যান্ডেল-১ জোড়া।

শীতকালিন অতিরিক্ত পোশাক

  1. Navy Blue রঙের সোয়েটার-১টি
  2. লেপ/কম্বল-১টি।

বিছানাপত্র

  1. চাদর-১টি।
  2. বালিশ-১টি।
  3. মশারি-১টি।
  4. ( তোশক প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করা হয়)।

অন্যান্য সামগ্রী

  1. স্কুল ব্যাগ-১টি।
  2. ট্রাভেল ব্যাগ-১টি।
  3. ট্রাঙ্ক-১টি।
  1. প্লাস্টিকের ছোট ওয়্যারড্রব-১টি।
  2. তালাচাবি-১টি।
  3. বালতি ও মগ-১টি করে।

টয়লেট সামগ্রী


টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, মাথায় ব্যবহারের তৈল, ক্রিম, ¯েœা, আয়না, চিরুনি, সাবান কেস, পাউডার, গায়ে মাখার সাবান, কাপড় কাচার সাবান, জুতোর ব্রাশ ইত্যাদি।


স্টেশনারি


রাফখাতা, কলম, পেনসিল, ইরেজার, শার্পনার, ক্যালকুলেটর, স্কেল, সহ অন্যান্য সামগ্রী।