সরকারী বিধিমোতাবেক প্রতিবছরই নির্দিষ্ট সময়ে ভর্তির জন্য আবেদন করতে হয়। www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করার পর ‘Apply Now’-এ ক্লিক করে ভর্তির জন্য আবেদন করতে হবে। তার পূর্বে ওয়েবসাইটে প্রদত্ত ভর্তি নির্দেশিকা ভালো ভাবে পড়ে নিতে হবে। কলেজ সিলেক্ট করা সময় সর্বনিন্ম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করা যাবে। এক্ষেত্রে ‘টাঙ্গাইল রেসিডেনসিয়াল কলেজ’ এর EIIN No : 138235 ব্যবহার করে প্রথম পছন্দ হিসেবে সিলেক্ট করতে হবে। পরবর্তীতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে কলেজের অফিসে এসে প্রয়োজনীয় ফি ও কাগজপত্র জমা প্রদান সাপেক্ষে ভর্তি সম্পন্ন করা যাবে। “টাঙ্গাইল রেসিডেনসিয়াল কলেজ”- ফ্রিতে ভর্তি আবেদনের ব্যবস্থা রেখেছে। অভিজ্ঞ কাউন্সিলরের মাধ্যমে ভর্তি আবেদন সংক্রান্ত সকল প্রকার সহায়তা প্রদান করা হয়।