“টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ” অত্র অঞ্চলের সর্ববৃহৎ আবাসিক সুবিধাসমৃদ্ধ প্রতিষ্ঠান। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় তাদের বাবা ও মা দুইজনই চাকুরীজীবি। ফলে তারা সন্তানের পড়াশোনার খোঁজখবর ঠিকমত রাখতে পারেন না। অনেক শিক্ষার্থী আছে যার বাসায় ঠিকমত পড়াশোনা করতে চায় না। আবার অনেক শিক্ষার্থীর বাসায় পড়াশোনার উপযোগী পরিবেশ নেই। তাদের সমস্যার সমাধানে টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের রয়েছে আধুনিক ও নিরাপদ “আবাসিক সুবিধা”। আবাসিক শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব গ্রহণ করার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রতিষ্ঠানে ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক হোস্টেল ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য রয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। রয়েছে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আলাদা স্থান। হোস্টেলে পড়াশোনার পাশাপাশি এক বেলা নাস্তাসহ চারবেলা মানসম্মত খাবার পরিবেশন করা হয়। এছাড়াও রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। বিনোদনের জন্য রয়েছে পত্রিকা, ইনডোর গেমস ও মিনি বনভোজনের মত নানা ব্যবস্থা। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য রয়েছে আধুনিক জেনারেটর ও লিফট সুবিধা। এছাড়াও হেলথ চেক-আপ সহ প্রাথমিক চিকিৎসরা সকল ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীর সার্বক্ষণিক দেখভাল করার জন্য রয়েছেন হোস্টেল সুপার ও সার্পোটিং স্টাফ। নির্দিষ্ট দিনে (শুধুমাত্র শুক্রবার) অভিভাবকগণ আবাসিক শিক্ষার্থীর সাথে দেখা করতে পারেন। শুধুমাত্র আইডিকার্ডধারী অভিভাবক ব্যতিত অন্যকোনো ব্যক্তির সাথে আবাসিক শিক্ষার্থীর দেখা করার কোনো সুযোগ নেই। কারণ আমরা আপনার সন্তানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে অঙ্গীকারবদ্ধ।