Cadet Academy
একজন শিক্ষার্থীকে পুঁথিগত শিক্ষার সাথে ব্যবহারিক জীবনে শিক্ষাদান ও নিয়ম শৃঙ্খলার মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলাই ক্যাডেট কলেজের শিক্ষানীতি। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা গতানুগতিক পাশ ফেলের পরীক্ষা নয়-এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অনেক মৌলিক বিষয়ের উপর প্রশ্ন করা হয় যার উপর শিক্ষার্থীদের কোনো প্রস্তুতি থাকে না। ফলে তাদের ভাল ফলাফল অনিবার্যভাবে অনিশ্চিত হয়ে পড়ে।
অতএব সুস্পষ্ট ও সুপরিকল্পিত দিক নির্দেশনা ছাড়া এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন। একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানই দিতে পারে সেই দিক নির্দেশনা। তাই যেসব অভিভাবক তার প্রিয় সন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যত আশা করেন, তাদের জন্য ক্যাডেট কোচিং অত্যন্ত সুন্দর এবং নির্ভরযোগ্য শিক্ষা ব্যবস্থা। ‘দি টাঙ্গাইল ক্যাডেট একাডেমি’-তাদের জন্য একটি নির্ভরযোগ্য ও আধুনিক ক্যাডেট কোচিং।
আপনার সন্তানকে কেন ‘দি টাঙ্গাইল ক্যাডেট একাডেমি’-তে ক্যাডেট কোচিং করাবেন?
ক্যাডেট কলেজে শিক্ষার্থীদের মূলত সপ্তম শ্রেণিতে ভর্তি করানো হয়। ৬ষ্ঠ শ্রেণির ক্যারিকুলামের আলোকে মূলত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক্যাডেট ভর্তি পরীক্ষায় মূলত চারটি বিষয়ে উপর পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। যথা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণজ্ঞান। সাধারণ জ্ঞান বলতে মূলত বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয় বোঝায়। ক্যাডেট ভর্তি পরীক্ষায় এ বিষয়গুলো গভীর থেকে প্রশ্ন করা হয়। অনেক ক্ষেত্রে ৭ম থেকে ১০ম শ্রেণির বই থেকেও কিছু প্রশ্ন চলে আসে। ক্যাডেট কোচিং আমরা যেভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করি তা নিন্মরূপঃ
- বাংলা প্রথম পত্রের লেখক ও কবি পরিচিতি, মূলভাব, পাঠের বিষয়বস্তুগুলো সহজ-সরলভাবে বুঝানো পাশাপাশি পাঠ থেকে বিভিন্ন সংক্ষিপ্ত ও বর্ণনমূলক প্রশ্ন শিক্ষার্থীদের প্রস্তুত করে দেওয়া হয়। পাশাপাশি প্রশ্নগুলোর উত্তর কীভাবে লিখতে হবে তা শিক্ষক বুঝিয়ে দেন এবং প্রয়োজনে হ্যান্ডনোট প্রদান করেন। এতে শিক্ষার্থীদের বাংলা বিষয়ে প্রস্তুতি সহজ হয়।
- ইংরেজির প্রথম পত্রের জন্য ইংরেজি টে·টবুকের প্রতিটি অধ্যায়ের Word meaning, Synonmys , Antonyms গুলো নোট করে দেওয়া হয়। এছাড়া পাঠভিত্তিক Short Questions এবং MCQ গুলো প্রস্তুত করে দেয়া হয়।
- English Grammar-এর ক্ষেত্রে গ্রামারের বিষয়গুলো আমরা সহজ সরলভাবে শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করি। Grammar-এর প্রতিটি Rule বিস্তারিত বোঝানোর পাশাপাশি আমরা এদের প্রচুর পরিমান ব্যবহারিক প্রয়োগগুলো শিক্ষার্থীদের অনুশীলণ করাই। ফলে শিক্ষার্থীদের English Grammar-ভীতি দূর হয়ে যায়।
- গণিতের ক্ষেত্রে মূল বইয়ের পাশাপাশি অতিরিক্ত সমস্যাগুলোর অনুশীলণ করানো হয়। জ্যামিতিসহ বিভিন্ন সূত্রাবলীর খুটিনাটি বিষয়গুলো বিশদ আলোচনা করা হয়।
- দেশে এবং দেশের বাহিরে সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলো শিক্ষার্থীদের অনুশীলণের পাশাপাশি প্রয়োজনীয় নোট প্রদান করা হয়।
- সপ্তাহ শেষে সাপ্তাহিক পড়া অনুযায়ী ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার আদলে পরীক্ষা গ্রহণ করা হয়।
- প্রতিমাসেই রয়েছে স্পেশাল মডেল টেস্টের ব্যবস্থা।
- মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়তা দানের জন্য রয়েছে ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্তৃক সরাসরি ক্যাডেট ভাইবার আদলে ভাইবা পরীক্ষার ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান।
- নিজস্ব পরিবহনের মাধ্যমে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার হলে যাওয়া ও আসার সুবিধা।