Co- Curricular Activities

একজন শিক্ষার্থীর মানসিক বিকাশে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধার পূর্ণ বিকাশ ও সামগ্রিক শিক্ষা নিশ্চিতকরণে ‘টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ’ নিয়মিতভাবেই সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে।
সহ-শিক্ষা কার্যক্রম

একজন শিক্ষার্থীর মানসিক বিকাশে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধার পূর্ণ বিকাশ ও সামগ্রিক শিক্ষা নিশ্চিতকরণে ‘টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ’ নিয়মিতভাবেই সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে।

সহশিক্ষা কার্যক্রমের উদ্দেশ্য :

১। স্বকীয় সংস্কৃতির সুষ্ঠ প্রয়োগ।

২। শিক্ষার্থীর মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশিত করা।

৩। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো।

৪। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশ ও যথাযথ ব্যবহারে পূর্ণাঙ্গ সহায়তা করা।

৫। দেহ-মনে, চিন্তা চেতনে, আচরণে ও আদর্শে শিক্ষার্থীকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।

৬। দেশীয় সংস্কৃতিতে শিক্ষার্থীদের সমৃদ্ধ করা এবং আন্তজার্তিক অঙ্গনে তা তুলে ধরা।

৭। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীর প্রতিভার যথাযথ মূল্যায়ণ।


যে সকল সহ-শিক্ষা কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি

১। চিত্রাংকণ ২। আবৃত্তি ৩। বিতর্ক ৪। উপস্থিত বক্তব্য ৫। স্পোকেন ইংলিশ ৬। উপস্থাপনা ৭। পবিত্র কুরআন তিলাওয়াত ৮। অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ ৯। অ্যাথলেটি।