Mission & Vision

শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে একজন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে যথাযথভাবে প্রস্ফুটিত করার মাধ্যমে প্রতিযোগিতামূলক ও সমসাময়িক পটভূমিতে তাকে যোগ্য ও মর্যাদাপূর্ণ ব্যক্তিতে পরিণত করা। আমরা বিশ্বাস করি, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার অনুশীলন একটি শিশুকে ভারসাম্যপূর্ণ ও আদর্শ নাগরিকে পরিণত করতে পারে।

আমাদের উদ্দেশ্য ও লক্ষসমূহ :
  • নিরক্ষরতা নির্মূল ও শিক্ষার প্রসার ঘটানো।
  • শিক্ষার্থীকে একজন আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা।
  • বিশ্বব্যাপী স্বীকৃত আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা প্রদান।
  • ডিজিটালাইজড শিক্ষা ও বিভিন্ন বাস্তব উপকরণ ব্যবহারের মাধ্যমে পাঠসমূহকে শিক্ষার্থীর নিকট সহজবোধ্য করে তোলা।
  • প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে বৃত্তিলাভে প্রথম স্থান অর্জনসহ সর্বাধিক ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ানো উপযোগী হিসেবে শিক্ষার্থীকে গড়ে তোলা।
  • ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে চান্স পাওয়ানোর পাশাপাশি ইংরেজি ও গণিতের ভিত্তি মজবুত করা।
  • ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে চান্স পাওয়ানোর পাশাপাশি ইংরেজি ও গণিতের ভিত্তি মজবুত করা।।
  • বাংলা শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা সহজে স্পষ্টভাবে পড়া ও অনর্গল বলার দক্ষতা অর্জন।
  • নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর নৈতিক মূল্যবোধ বিকশিত করা।
  • শক্তিশালী একাডেমিক শিক্ষার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীকে প্রস্তুত করা।
  • সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশ সাধনে সহায়তা করা।
  • শিক্ষার্থীর মধ্যে অন্তর্নিহীত সম্ভবনার সর্বোচ্চ অর্জনে সহায়তা করা।
  • ‘টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ’ একজন শিক্ষার্থীর চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, সততা, আনুগত্য, অধ্যবসায় এবং মূল্যবোধকে যথাযথ কাজে লাগিয়ে তাকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের জন্য প্রস্তুত ও অনুপ্রাণিত করার প্রয়াস চালায়। আমরা বিশ্বাস করি, ‘আমাদের শিক্ষার্থীরা আজ সাফল্য পাবে এবং আগামী দিনের জন্যও সর্বদা প্রস্তুত থাকবে।’