College Uniform

Boy's Uniform

Boys Uniform

  • ১। সাদা ফুল শার্ট (কলেজের মনোগ্রাম যুক্ত) কমপক্ষে ২টি।
  • ২। কালো রং-এর ফুল প্যান্ট (২টি) (চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত)
  • ৪। পায়ে কালো রঙের অক্সফোর্ড সু ও কালো মোজা (অন্যকোন রঙের কোন প্রকার দাগ, চিহ্ন বা মনোগ্রাম থাকা চলবে না) কমপক্ষে দুই জোড়া।
  • ৫। শীতকালে Navy Blue রঙের হাফ বা ফুল সোয়েটার।
  • ৬। বৃষ্টির দিনে রেইনকোট গ্রহনযোগ্য।
  • ৭। মাথার চুল কেটে ছোট ও পরিপাটি করে কাটতে হবে। চুলে কোন প্রকার রং বা নকশা করা চলবে না। ছেলেদের শুধুমাত্র আর্মিকাটিং চুল থাকতে হবে।
  • ৮। চুলে কোন প্রকার জেল বা ক্রীম লাগানো যাবে না।
  • ৯। জিন্স প্যান্ট, শার্টে ২ পকেট এবং পকেটে কভার গ্রহনযোগ্য হবে না।
  • ১০। প্যান্ট অবশ্যই নাভি বরাবর পরিধান করতে হবে। সাথে কালো মার্জিত বেল্ট পড়তে হবে । বেল্টে বকলেস কোন অবস্থাতেই বড় বা কোন নকশাযুক্ত গ্রহণযোগ্য নয়। প্রতিদিন এ নিয়ম ভঙ্গ করলে প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা হারাবে।
Boy's Uniform
Girl's Uniform

Girl's Uniform

  • ১) সাদা রঙের কলার সহ কামিজ। কামিজের কাঁধে ও কোমরে লুপ থাকবে। কামিজ লম্বায় হাটু পর্যন্ত এবং শরীর থেকে কমপক্ষে চার ইঞ্চি ঢিলা হতে হবে।
  • ২) সাদা সালোয়ার, ওড়না ও বেল্ট। বেল্ট নাভি বরাবর পড়তে হবে।
  • ৩) বেল্টের নীচে ডান পাশে কামিজে কলেজের মনোগ্রাম সম্বলিত পকেট থাকবে।
  • ৪) শর্ট বা ছোট ঝুলের কোন কামিজ গ্রহনযোগ্য নয়।
  • ৫) পায়ে সাদা কেডস ও মোজা (অন্যকোন রঙের বা কোন দাগ, চিহ্ন, বা মনোগ্রাম থাকা চলবে না) কমপক্ষে ২ জোড়া।
  • ৬) শীতকালে Navy Blue রঙের সোয়েটার/কার্ডিগান থাকবে।
  • ৭) বৃষ্টির দিনে রেইনকোট গ্রহনযোগ্য।
  • ৮) ক) চুলে দুই ঝুটি অথবা দুই বেণী করে সাদা ফিতা ব্যবহার করতে হবে।
  • ৯) চুলে কোন প্রকার কালার বা রং বা জেল বা ক্রীম ব্যবহার করা যাবে না।
  • ১০) কোন প্রকার অলংকার স্কুলে পরিধান করা যাবে না। করতে দেয়া হবে না। প্রতিদিন এ নিয়ম ভঙ্গ করলে প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা হারাবে।
Girl's Uniform