Education System
তাৎক্ষণিক পরীক্ষা/ST
- তাৎক্ষণিক পরীক্ষা মূলত শিক্ষকগণ তাদের পাঠদান শেষে পাঠের নির্দিষ্ট অংশের উপর গ্রহণ করেন।
- তাৎক্ষণিক পরীক্ষার জন্য শিক্ষার্থীকে প্রতিদিন কমপক্ষে ৮টি অ৪ সাইজের কাগজ সংরক্ষণ করতে হয়।
- তাৎক্ষণিক পরীক্ষার পূর্ণমান ৫।
- তাৎক্ষণিক পরীক্ষা খাতা মূল্যায়ন করে অভিভাবৃকবন্দের নিকট প্রেরণ করা হয়। অভিভাবকবৃন্দ খাতা দেখে তাতে স্বাক্ষর করে নিজ দায়িত্বে বাসায় সংরক্ষণ করেন।
সাপ্তাহিক পরীক্ষা/ Weekly Test
- প্রত্যেক শনিবার শিক্ষার্থীদের সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পূর্বের সপ্তাহের পড়ার ভিত্তিতে মূলত সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
- কোনো কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকলে পরবর্তী কার্যদিবসে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
- সাপ্তাহিক পরীক্ষার পূর্ণমান ৩০ এবং সময় ১:২০ঘণ্টা।
- সাপ্তাহিক পরীক্ষা বিষয়ভিত্তিক পাশ নম্বর ৫০%।
- সাপ্তাহিক পরীক্ষার খাতা মূল্যায়ন করে অভিভাবৃকবন্দের নিকট প্রেরণ করা হয়। অভিভাবকবৃন্দ খাতা দেখে তাতে স্বাক্ষর করে নিজ দায়িত্বে বাসায় সংরক্ষণ করেন।
শ্রেণি পরীক্ষা/CT
- ১। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি শ্রেণিতে ৩টি (৫ম ও ৮ম শ্রেণিতে ২টি এবং ১০ম শ্রেণিতে ১টি) করে শ্রেণি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
- শ্রেণি পরীক্ষার প্রতি বিষয়ে পূর্ণমান ৫০ এবং সময় ১:৩০ঘণ্টা।
- শ্রেণি পরীক্ষায় বিষয়ভিত্তিক পাশ নম্বর ৪০%।
- শ্রেণি পরীক্ষা খাতা মূল্যায়িত হওয়ার পর নির্দিষ্ট দিনে অভিভাবৃন্দের উপস্থিতিতে শিক্ষার্থীকে প্রদান করা হয়। অভিভাবকবৃন্দ খাতা দেখে তাতে স্বাক্ষর করে নিজ দায়িত্বে বাসায় সংরক্ষণ করেন।
সেমিস্টার পরীক্ষা
- প্রত্যেক শ্রেণি পরীক্ষার পর ১টি করে সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
- সেমিস্টার পরীক্ষায় প্রতি বিষয়ে পূর্ণমান ১০০ এবং সময় ৩:০০ঘণ্টা (তবে কিছু বিষয়ের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে) ।
- সেমিস্টার পরীক্ষায় বিষয়ভিত্তিক পাশ নম্বর ৪০%।
- সেমিস্টার পরীক্ষা খাতা মূল্যায়িত হওয়ার পর নির্দিষ্ট দিনে অভিভাবৃন্দের উপস্থিতিতে শিক্ষার্থীকে প্রদান করা হয়। নির্দিষ্ট অভিভাবক দিবসে অভিভাবকবৃন্দ বিদ্যালয়ে উপস্থিত হয়ে খাতা দেখে তাতে স্বাক্ষর করে খাতা ফেরত প্রদান করেন। সেমিস্টারের খাতা নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যালয়ে সংরক্ষিত থাকে।
- তাৎক্ষণিক পরীক্ষা, এস.বি.এ, শ্রেণি পরীক্ষা ও সেমিস্টার পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।