Smart Classroom

বাংলাদেশের শিক্ষাঙ্গনে এখন পর্যন্ত খুব কম প্রতিষ্ঠানেই পর্যাপ্ত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ রয়েছে। “টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ”- দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শতভাগ শ্রেণিকক্ষ “মাল্টিমিডিয়া ক্লাশরুম” হিসেবে গড়ে তোলা হয়েছে। প্রতিটি কক্ষে রয়েছে অত্যাধুনিক প্রজেক্টর ও স্মার্ট টেলিভিশন। এছাড়াও রয়েছে আধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেম। ফলে দূর্বোধ্য পাঠগুলো বাস্তব উদাহরণ প্রদর্শন করার মাধ্যমে সহজ-সরলভাবে শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করা যায়। এতে শিক্ষার্থীরা সহজেই পাঠের বিষয়বস্তু উপলব্ধি করতে পারে। ফলশ্রুতিতে তারা বিদ্যালয়ের অভ্যন্তরিণ পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে।